নিশ্চিন্তে ইংরেজি লিখুন সফটওয়্যার ব্যাবহার করে।

ইন্টারনেট এর এই যুগে আমাদের প্রতিদিন এ ইংরেজীতে কিছু লিখতেই হয়। সেটা হতে পারে ফেসবুক এর স্ট্যাটাস কিংবা জরুরি কোন ইমেইল। এছাড়াও বিভিন্ন আর্টিকেল বা word file এ লিখালিখির কাজ তো আছেই।


আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দিব এমন একটি সফটওয়্যার এর সাথে যা automatically আপনার লিখার ভুলগুলো ধরিয়ে দিবে।সফটওয়্যারটি হল Grammarly
এটি অনেক জনপ্রিয় একটি টুল। এখন পর্যন্ত ৩০ লাখ ব্যাবহারকারী রয়েছে এদের।

Grammarly অনেক জনপ্রিয় একটি টুল। এটিকে আপনি আপনার ব্রাউজার এক্সটানশন হিসেবে ব্যাবহার করতে পারবেন। ফলে কারো সাথে chat বা, email লিখার সময় অটো correction হবে আপনার লিখা। এছাড়াও আপনি চাইলে কোন লিখা ওদের ওয়েবসাইট এ paste করে বের করে নিতে পারেন আপনার গ্রামার এর ভুলগুলো।

যা যা এই সফটওয়্যারটি দিয়েঃ


  • আপনার লিখার ভুলগুলো আপনাকে মার্ক করে দেখাবে।
  • ভুলগুলোর সংশোধনী চলে আসবে অটোম্যাটিক ভাবে।
  • Plaggarism চেক করতে পারবেন।
  • কোন আর্টিকেল এর মান নির্ণয় করতে পারবেন।
  • ফেসবুক, বা ইমেইল লিখার সময় ভুল হলে এটি আপনাকে ভুল ধরিয়ে দিবে.

কথা না বাড়িয়ে চলুন জেনে নেই কিভাবে ব্যাবহার করবেন এটি।


  • website লিঙ্ক www.grammarly.com
  • Free sign up করুন ব্যাবহারের জন্য।
  • Browser extension হিসেবে ADD করে নিন।

ইংরেজিতে দক্ষতা এখন শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ যোগ্যতা হিসাবে বিবেচিত হয় না, বড়ং যারা অনলাইন আউটসোর্সিং মার্কেটপ্লেসে কাজ করতে চান, ক্যারিয়ার গড়তে চান আন্তর্জাতিক পরিমন্ডলে তাদের জন্যও বিশেষ অপরিহার্য।যা আপনার ইংরেজি দক্ষতা বৃদ্ধিতে নিসন্দেহে বিশেষ সহায়ক হবে।

***এটি আমার প্রথম লিখা এই ব্লগে, ভাল লাগলে শেয়ার করবেন।***

নিশ্চিন্তে ইংরেজি লিখুন সফটওয়্যার ব্যাবহার করে। নিশ্চিন্তে ইংরেজি লিখুন সফটওয়্যার ব্যাবহার করে। Reviewed by Unknown on 7:47 AM Rating: 5

5 comments:

Powered by Blogger.